বাসস দেশ-৩০ : রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

330

বাসস দেশ-৩০
মোমেন-রাশিয়া
রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সকালে তার অফিসে সাক্ষাৎ করতে এলে ড. মোমেন এ সহায়তা কামনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানা যায়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ফেডারেশনের সমর্থনের কথা উল্লেখ করে বলেন, পরিক্ষিত এই দুই বন্ধু প্রতীম দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সম্প্রসারনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্মাণ ও গ্যাস খাতে সক্রিয় সহযোগিতার জন্য রাশিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
আবদুল মোমেন বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশে বিনিয়োগ করতে রাশিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, রাশিয়া তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ থেকে ওষুধ আমদানী করতে পারে।
রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, তথ্য যোগাযোগ, বাণিজ্য, প্রতিরক্ষা ও অন্যান্য খাতে তার সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, রাশিয়ার বেসরকারি খাত বাংলাদেশ যৌথ উদ্যোগের প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ওষুধ আমদানী করতে তার দেশের সুনির্দিষ্ট আগ্রহ এবং এখাতে যৌথ বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাসস/টিএ/অনু-এমএসআই/১৯২৫/জহ/-আসচৌ