বাসস দেশ-১৯ : নিউইয়র্কে ‘টেক্সওর্য়াল্ড ইউএসএ’ পোশাক মেলা ২৩ জুলাই থেকে

147

বাসস দেশ-১৯
টেক্সওর্য়াল্ড-ইউএসএ
নিউইয়র্কে ‘টেক্সওর্য়াল্ড ইউএসএ’ পোশাক মেলা ২৩ জুলাই থেকে
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশের পোশাক নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলা আয়োজন শুরু হবে আগামী ২৩ জুলাই থেকে নিউইয়র্কের জাভিটস কনভেনশন সেন্টারে। রফতানি উন্নয়ণ ব্যুরোর উপ-পরিচালক আবু মোখলেস আলমগীর হোসেন আজ বাসসকে এ কথা বলেন।
পোশাক মেলার পাশাপাশি অনুষ্ঠানে ‘এ্যাপারেল সোসিং ইউএসএ’ ও ‘হোম টেক্সটাইলস সোর্সিং ইউএসএ’ বিষয়ে প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
‘মিসি ফ্রাঙ্কফুট’ নামক বৃহৎ বাণিজ্য মেলা আয়োজক সংস্থা এই মেলার আয়োজন করবে।
মেলায় ১৬টি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পোশাক ও আনুসঙ্গিক বিষয়গুলো প্রদর্শন করা হবে।
আয়োজক সংস্থার হেড অব অপারেশন রুমানা আফরোজ বলেন, “মেলার মাধ্যমে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির কারনে যুক্তরাষ্ট্র ও চীনে বাংলাদেশী পোশাক আরো বেশি সুযোগ সৃষ্টি করতে পারবে বলে তার বিশ্বাস।” তিনি বলেন, “ মেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পোশাকের বাজার সম্প্রসারণ হবে।” এর ফলে বাংলাদেশী রপ্তানীকারকগন দেশীয় বেশি পোশাক রফতানি করার সুযোগ পাবেন।
তিনি বলেন, গত মেলায় সাড়ে ৭ শতাধিক পোশাক ব্যবসায়ী অংশ নেন এবং প্রায় ৭ হাজার দর্শক মেলা পরিদর্শন করেছিলো।
মেলাতে পোশাক প্রস্তুতকারকগণ কটন ডেনিম, এমব্রয়ডারি, ফাইবার, ফ্রেবরিকস, পলেস্টার, প্রিন্টস, সিল্ক, উল, ইর্য়ান, এক্টিভ ওয়্যার, চিলড্রেন্স ওয়্যার, মেনসওয়্যার, ওমেন্স ওয়্যার, এক্সেসসরিস, কালেকশন ও কনটেম্পরারী প্রদর্শন করবেন।
বাসস/কেইউসি/কেকে/অনুবাদ/১৮৪০/কেএমকে