বাসস দেশ-২৪ : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি কাল

356

বাসস দেশ-২৪
পাবনা-দশক-পূর্তি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি কাল
পাবনা, ৪ জুন, ২০১৮ (বাসস) : আগামীকাল ৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পূর্তি ।
২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক ক্লাস শুরু হয় ২০০৯ সালের ৫ জুন। সেই থেকে ৫ জুনকে ’বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করে আসছে পাবিপ্রবি পরিবার। ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প’ আইন পাশ হয়।
পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ঢাকা- পাবনা মহাসড়ক সংলগ্ন রাজাপুরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ওই বছরই শিক্ষার্থী ভর্তি করা হলেও পরের বছরের ৫ জুন আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধনের দিনকেই ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে বের করা হবে আনন্দ র‌্যালি এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৩৮/জেহক