গত বছর ৬৫,০৫,৩০৮ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

189

সংসদ ভবন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতে বিগত বছরে ৬৫ লাখ ৫ হাজার ৩০৮ দশমিক ০৬ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে।
তিনি বলেন, এই তেল আমদানি বাবদ আনুমানিক ৩২ হাজার ৯৩৭ দশমিক ৩৯ কোটি টাকা ব্যয় হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি দলের সদস্য নাছিমুল আলম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, এলাকাভিত্তিক বিদ্যুতায়নের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ২৮১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ১৯৮টি উপজেলার উদ্বোধন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এ বছর ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ১৮০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা সম্ভব হবে।
জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সারাদেশে ব্যাটারী চালিত অটোরিকশা বা ইজিবাইকের ব্যাটারী চার্জের মাধ্যমে বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, ব্যাটারি চালিত ৩ চাকাবিশিষ্ট অটোরিকশা বা ইজিবাইকের ব্যাটারী চার্জ করার জন্য সোলার চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে ৬টি বিভাগীয় শহরে সোলার চার্জিং স্টেশন স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ২০টি সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।