চাঁদপুরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

238

চাঁদপুর, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : জেলায় আজ গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রীনা নাসরিন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প বিষয়ক চাঁদপুরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস এবং প্রকল্প সমন্বয়কারী মোঃ বশির আহম্মেদ মনি।
কর্মশালায় দলীয় আলোচনা সহ গ্রাম আদালত আইনের উপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে মোট ৩০ জন নির্বাচিত ইউপি নারী সদস্য ও গ্রাম আদালত সহকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আমিনুর রহমান এবং তাকে সহায়তা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ দেলোয়ার হোসেন।