বাসস ক্রীড়া-১২ : ফিলিপাইানের বিপক্ষে নারী ফুটবল দলের ম্যাচের আগে আত্মবিশ্বাসী কোচ ছোটন

161

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ছোটন-নারী
ফিলিপাইানের বিপক্ষে নারী ফুটবল দলের ম্যাচের আগে আত্মবিশ্বাসী কোচ ছোটন
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আগামী বুধবার এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফিলিপাইানের মোকাবেলা করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। মিয়ানমারের মান্দালয় থিরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আসন্ন ম্যাচটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ ছোটন।
তিনি বলেন, ‘ঢাকায় অনুষ্টিত প্রথম রাউন্ডে আমরা বেশ কয়েকটি ভাল দলের বিপক্ষে চমৎকার পারফর্মেন্স করেছি। ভিয়েতনামের বিপক্ষের ম্যাচই প্রমাণ করে আমরা কতটা উন্নতি করেছি। এখানে ফিলিপাইনের বিপক্ষে প্রথম ম্যাচেও আমরা একই রকম পারফর্মেন্স দেখাতে চাই।’
মিয়ানমারে পৌঁছানোর পর প্রথমদিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলের সব সদস্যই সুস্থ আছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলোয়াড়রা সবাই সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং দলের মধ্যে কোন ইনজুরি সমস্যা নেই বলে এতে উল্লেখ করা হয়।
আজ সকালে মিয়ানমারের আঞ্চলিক একাডেমীতে অনুশীলন করে দলটি। পরে হোটেলের জিমে তারা ফিটনেস ঝালাই করে। আগামীকাল বিকালে ম্যাচ ভেন্যুতে দলটির অনুশীলন করার কথা রয়েছে।
বাসস/এমএইচসি/১৮৫৫/স্বব