শরীয়তপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

668

শরীয়তপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : “প্রযুক্তি নিয়ে করব কৃষি, লাভ আসবে অহর্নিশি ও ডিজিটাল করব কৃষি, সুখে থাকব দিবানিশি” এ প্রতিপাদ্যে শরীয়তপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের আয়োজনে সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেরকরা হয়। র‌্যালিটি সদর উপজেলা চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী আবু তাহের মেলার উদ্বোধন করেন। পরে খামার বাড়ি শরীয়তপুরের উপ-পরিচালক মো: রিফাতুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিররিক্ত পুলিশ সুপার মো: আল মামুন সিকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ, জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত বৈদ্য সহ জেলার ৬ উপজেলার কৃষি কর্মকর্তাগণ। কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে মেলায় ১৪ টি স্টলে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। কারণ দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে ফসলি জমিতে গড়ে উঠছে আবাসন। ফলে কৃষি জমি দিন দিন কমছে। তাই কৃষিতে নানা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তবেই আমরা অতিরিক্ত জনসংখ্যার খাদ্য নিশ্চিতের পাশাপাশি খাদ্য রফতানি করতে পারবো।