বাসস সংসদ-৬ : ধান চাষ করে কৃষক লাভবান হচ্ছে : কৃষিমন্ত্রী

286

বাসস সংসদ-৬
কৃষক-লাভবান
ধান চাষ করে কৃষক লাভবান হচ্ছে : কৃষিমন্ত্রী
সংসদ ভবন, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ধানের সংগ্রহ মূল্য উৎপাদন খরচের তুলনায় বেশি হওয়ায় দেশের কৃষকরা এখন লাভবান হচ্ছে।
তিনি আজ সংসদে বিরোধী দলের সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৭-১৮ বছরে রোপা আমন ধানের উৎপাদন খরচ ছিল প্রতি কেজি ২৪ টাকা ৬৩ পয়সা, ধানের সংগ্রহ মূল্য ছিল ২৬ টাকা এবং বোরো ধানের উৎপাদন খরচ ছিল প্রতি কেজি ২৪ টাকা, ধানের সংগ্রহ মূল্য ছিল ২৬ টাকা।
তিনি বলেন, ২০১৮-১৯ বছরে রোপা আমন ধানের উৎপাদন খরচ ছিল প্রতি কেজি ২৫ টাকা ৩০ পয়সা, ধানের সংগ্রহ মূল্য ২৬ টাকা। ফলে ধানের সংগ্রহ মূল্য উৎপাদন খরচের তুলনায় বেশি হওয়ায় কৃষকরা এ লাভবান হচ্ছে।
বাসস/এমএসএইচ/১৯৫২/বেউ/-কেএমকে