বাসস বিদেশ-২ : বুরকিনা ফাসোতে দেড় লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ॥ আশংকা হামলার

149

বাসস বিদেশ-২
বুরকিনা-অস্থিরতা
বুরকিনা ফাসোতে দেড় লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ॥ আশংকা হামলার
ওউয়াগাদোউগোউ, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : বুরকিনা ফাসোতে জিহাদি হামলার আশঙ্কায় দেড় লাখেরও বেশি শিশু স্কুলে যাচ্ছে না। পশ্চিম আফ্রিকার দেশটিতে অবনতিশীল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী স্টেনিসলাস অউয়ারো একথা জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওউয়ারো সম্প্রতি বলেন, ইসলামী চরমপন্থীদের হামলা ও হামলার হুমকির কারণে এক হাজার একশ’র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ‘চলতি বছর নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘কিছু কিছু স্কুল কয়েক সপ্তাহ, কোন কোনটি কয়েকমাস ও অন্যান্যগুলো শিক্ষাবর্ষের শুরু থেকেই বন্ধ আছে।’
দেশটিতে ২০১৮ সালে চলতি শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তবে প্রায় পাঁচ হাজার শিক্ষক স্কুলে যেতে পারেননি।
গোলযোগপূর্ণ সাহেল অঞ্চলের বুরকিনা ফাসোর অংশে চার বছর ধরে জিহাদিরা হামলা চালাচ্ছে। এতে ৩ শতাধিক লোক প্রাণ হারিয়েছে।
মন্ত্রী বলেন, ১ হাজার ১৩৫টি স্কুল বন্ধ রয়েছে। এক লাখ ৫৪ হাজার ৩৩ জন শিক্ষার্থী তাদের ক্লাশে যেতে পারছে না।
ওউয়ারো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘শিক্ষার্থীদের ৪৬ শতাংশ মেয়ে।’
বাসস/কেএআর/১৩০৫া/জুনা