হার্নান্দেজের মাইলফলক ছোঁয়া গোলে বিতর্ক

556

লন্ডন, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : মেক্সিকোর প্রথম কোন খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন জাভিয়ার হার্নান্দেজ। শুক্রবার অবশ্য তার মাইলফলক ছোঁয়া গোলটি বিতর্কের জন্ম দিয়েছে।
ফুলহ্যামের বিপক্ষে ওয়েস্টহ্যামের হয়ে সমতা সূচক গোলটি তিনি করেছিলেন পেনাল্টি এলাকা থেকে দর্শনীয় হেডে। কিন্তু পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ৩০ বছর বয়সি ওই তারকার গোলটিতে ছিল হাতের স্পর্শ। তবে লাইন থেকে হাতের স্পর্শ বল টেনে নেয়ার এই দৃশ্য তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে পারেননি কর্তব্যরত ম্যাচ কর্মকর্তারা। যে কারণে এর বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়া হয়নি।
ইংল্যান্ডের শীর্ষ টুর্নামেন্টে গোলের অর্ধ শতক পূর্তি উদযাপনের সময় মাটিতে লুটিয়ে পড়েন মেক্সিকোর এই আন্তর্জাতিক তারকা।