বাসস দেশ-৭ : অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা

170

বাসস দেশ-৭
১৪ দল-পরিদর্শন
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : কেন্দ্রীয় ১৪ দলের নেতারা রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ শনিবার বেলা ১২ টার দিকে ১৪ দলের প্রতিনিধিরা সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার নেতৃত্বে চকবাজারে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময়ে ওয়ার্কার্স পার্টির নেতা অনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজুল হক মুক্তা, গণআজাদী লীগের নেতা এসকে শিকদার, বাসদ নেতা নাদের চৌধুরী, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ বড়–য়া বলেন, ‘রাসায়নিক দ্রব্যাদি মজুদের সনদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনকে আরও কঠোর হতে হবে।’
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, আবাসিক এলাকায় দাহ্য কেমিক্যাল পদার্থ রাখা উচিত নয়, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাসস/বিকেডি/১৬৪০/এএএ