বাসস দেশ-৬ : সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নৌবাহিনী প্রধান দেশে ফিরেছেন

141

বাসস দেশ-৬
নৌবাহিনী প্রধান-প্রত্যাবর্তন
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নৌবাহিনী প্রধান দেশে ফিরেছেন
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী আজ দেশে ফিরেছেন ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে তিনি ‘নেভী ডিফেন্স এন্ড ম্যারিটাইম সিকিউরিটি এক্সিবিশন (এনএভিডিইএক্স)’ এবং ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন এন্ড কনফারেন্স-২০১৯’ এ অংশগ্রহণ করেন।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান সমরাস্ত্র প্রদর্শনীতে আগত বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমুহ পরিদর্শন করেন। পাশাপাশি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ¡রী পরিদর্শন করেন। নৌপ্রধানের এই সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
মহড়ায় অংশগ্রহণের জন্য নৌবাহিনী প্রধান গত ১৫ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাসস/সবি/এমএসএইচ/১৬৩৫/আরজি