হেটমায়ার-কটরেল নৈপূণ্য সিরিজে সমতা আনলো ওয়েস্ট ইন্ডিজ

159

ব্রিজটাউন, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ব্যাট হাতে শিমরোন হেটমায়ারের সেঞ্চুরি ও বল হাতে বাঁ-হাতি পেসার শেল্ডন কটরেলের ৫ উইকেট শিকারে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ২৬ রানে হারায় ইংলিশদের। ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
ব্রিজটাউনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে ৩৬১ রানের টার্গেট স্পর্শ করতে পারার আত্মবিশ্বাসে আবারো প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত সফরকারীদের। ব্যাট হাতে নেমে ১২ ওভারে ৬১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রান করে ক্যাম্পবেল ফিরে গেলে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। ভালো শুরু করে ক্যারিয়ারের ৫০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন গেইল। আগের ম্যাচে ১৩৫ রান করা গেইল এ ম্যাচে থামেন ৫০এ। তার ৬৩ বলের ইনিংসে মাত্র ১টি চার ও ৪টি ছক্কা ছিলো।
দলীয় ৯৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। শাই হোপ ৩৩, ড্যারেন ব্রাভো ২৫, অধিনায়ক জেসন হোল্ডার ৩ ও কার্লোস ব্রার্থওয়েট ১৩ রান করে আউট হন।
তবে এক প্রান্ত আগলে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়িয়েছেন হেটমায়ার। সপ্তম উইকেটে অ্যাশলে নার্সকে নিয়ে মাত্র ৩৬ বলে অবিচ্ছিন্ন ৫২ রান যোগ করেন তিনি। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন হেটমায়ার। ২২ ম্যাচের ক্যারিয়ারে ৮২তম বলে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ৭টি চার ও ৪টি ছক্কায় ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করেন হেটমায়ার। নার্স ১৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ২৯০ রানের টার্গেটে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। ১০ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। জেসন রয় ২ ও জনি বেয়ারস্টো ০ রান করে কটরেলের বলে আউট হন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রুট ৩৬ রানে থামলেও, দলকে ভালোভাবেই খেলায় ফেরান অধিনায়ক ইয়োইন মরগান ও বেন স্টোকস। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের কোনরকম সুযোগ না দিয়ে চতুর্থ উইকেটে ৯৯ রান যোগ করেন মরগান-স্টোকস। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তারা।
হাফ-সেঞ্চুরির পরও নিজেদের ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন মরগান-স্টোকস। তবে দু’জনই সত্তরের ঘরে থেমে যান। তাদের বিদায়ই বিপদ ডেকে আনে ইংল্যান্ডের। ৫টি চার ও ৩টি ছক্কায় ৮৩ বলে ৭০ রান করে কটরেলের শিকার হন মরগান।
দলীয় ১৫৯ রানে মরগান ফিরে যাবার পর ইংল্যান্ডের আশা বাঁিচয়ে রেখেছিলেন স্টোকস। পঞ্চম উইকেটে জশ বাটলারকে নিয়ে ৬৯ রান যোগ করে দলকে লড়াইয়ে রাখেন স্টোকস। কিন্তু ব্যক্তিগত ৭৯ রানে থামতে হয় তাকে। তার ৮৫ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিলো।
ইংল্যান্ডের লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কটরেল ও হোল্ডার। শেষ ডর্যন্ত ৪৭ দশমিক ৪ ওভারে ২৬৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। শেষদিকে বাটলার ৩৪, আদিল রশিদ ১৫ ও মঈন আলী ১২ রান করেন। ৯ ওভারে ৪৬ রানে ৫ উইকেট নেন কটরেল। ৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন কটরেল। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেটমায়ার।
গ্রেনাডায় আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।