নড়াইলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

324

নড়াইল, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-১) তরুন কান্তি শিকদার ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা আবু ফতেহ মোহাম্মদ জাহিদ ইকবাল প্রমূখ।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় এবং সঠিকভাবে পাঠদান, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণসহ শিক্ষার মান্নোয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
সভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।