বাসস দেশ-২২ : চট্টগ্রামকে স্কাউটস এলাকা হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

564

বাসস দেশ-২২
ভূমিমন্ত্রী-স্কাউটস
চট্টগ্রামকে স্কাউটস এলাকা হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিজস্ব ভবনসহ চট্টগ্রামকে একটি স্কাউটস এলাকা হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ।
আজ আন্তর্জাতিক স্কাউট দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত ‘দ্বিতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী একথা জানান।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ। জনগণের উপকারে আসে এমন ভালো কিছু করতে আমরা সবাই চাই। স্থায়ী স্কাউটস অবকাঠামো হলে ভালো কিছু করার অনেক সুযোগ সৃষ্টি হবে এবং সবার জন্যই তা ভালো হবে। সরকার সব ভালো কাজের সাথে আছে।
মন্ত্রী উপস্থিত স্কাউটস আন্দোলনের নেতৃবৃন্দকে স্থায়ী অবকাঠামোর ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একটি প্রকল্প তৈরি করে পাঠানোর জন্য অনুরোধ করেন। এসময় মন্ত্রী আশ্বাস দেন, তিনি এ ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, সিএনসি (স্পেশাল), অহিদ সিরাজুল চৌধুরী স্বপন, আঞ্চলিক উপকমিশনার, চট্টগ্রাম অঞ্চল, মোহাম্মদ দিদারুল আলম, আঞ্চলিক উপকমিশনার, চট্টগ্রাম অঞ্চল। এছাড়াও বাংলাদেশ স্কাউটস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসস/তবি/এমএন/২৩৩০/এবিএইচ