নীলফামারীতে নীলসাগর ইকো পার্কের যাত্রা শুরু

464

নীলফামারী, ২২ ফেব্রুয়ারী ২০১৯ (বাসস) : জেলায় নীলসাগর ইকো পার্কের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার একমাত্র এই বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান, প্রমুখ। পরে অতিথিরা সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।
প্রাকৃতিক সৌন্দর্যের নীলফামারীর ওই নীলসাগরে প্রতি বছর ছুটে আসে অতিথি পাখি। ওই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন নীলসাগরে ভীড় জমে প্রকৃতি প্রেমিদের। জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বের নীলসাগর হয়ে ওঠে জেলার একমাত্র বিনোদন কেন্দ্র। নীলসাগরের মোট জমির পরিমান ৫৩ দশমিক ৯০ একর। এর মধ্যে দীঘির আয়তন ২০ দশমিক ৭০ একর। বাকী জমিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ফল, ফুল, বনজ ও ঔষধী গাছ।
বিরাট রাজার সময়ে এটি খনন করা হয়। নীলসাগর নামকরণেল পূর্বে সেটি পরিচিত ছিল বিন্না দিঘি হিসেবে।