চকবাজারে অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখবে তদন্ত কমিটি

338

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : পুরান ঢাকার চকবাজারের নন্দ কুমার দত্ত সড়কের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকান্ডের উৎস ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখবে তদন্ত কমিটি ।
আজ শুক্রবার দুপুরে ঘটনার উৎস ও কারণ অনুসন্ধানে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘আমরা ঘটনাস্থলে সবার সঙ্গে কথা বলছি। যথাসময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’
প্রদীপ রঞ্জন বলেন, আমরা তদন্ত কমিটির সদস্যরা এখানে এসেছি। সবার সঙ্গে কথা বলছি এবং সবকিছু দেখছি। আমাদের প্রাথমিক কাজ হবে আগ্নিকান্ডের উৎস ও কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সরকারকে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেয়া।’
উল্লেখ্য, অগ্নিকান্ডের উৎস খুঁজে বের করা ও ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে জন্য কর্মপন্থা নির্ধারণ করে সরকারকে সুপারিশ দেওয়ার জন্য এই পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ওই কমিটির সদস্যরা উপস্থিত সাংবাদিকদের বলেন, ওয়াহিদ ভবনে রাসায়নিক গুদাম থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।
এর আগে বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং তা আশপাশের আরও তিনটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট ৬৮জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ৪১ জন। এদের মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।