বাসস দেশ-১৫ : চকবাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ডিসিসিআই সভাপতি

307

বাসস দেশ-১৫
ডিসিসিআই-শোক
চকবাজারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ডিসিসিআই সভাপতি
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদের সভাপতি ওসামা তাসীর।
এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আলহাজ¦ দ্বীন মোহাম্মদ ও হোসেন এ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসামা তাসীর বলেন, সমন্বিত উদ্যোগ ও সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট স্থায়ী সমাধানে যেতে না পারলে এ ধরণের অগ্নিকান্ডের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
তিনি বলেন, শুধু সরকারী পদক্ষেপই নয় বরং সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের সচেতনতার উপর এর সমাধান অনেকাংশে নির্ভর করে। তিনি দ্রুত এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জনাব তাসীর হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।
বাসস/সবি/এমএআর/১৯৩১/জেহক