বাসস দেশ-১৩ : মহান শহীদ দিবস পালনে সহযোগিতা করায় ঢাবি উপাচার্যের কৃতজ্ঞতা

273

বাসস দেশ-১৩
ঢাবি উপাচার্য-কৃতজ্ঞতা
মহান শহীদ দিবস পালনে সহযোগিতা করায় ঢাবি উপাচার্যের কৃতজ্ঞতা
ঢাকা, ২২ ফেব্রুয়ারী, ২০১৯ (বাসস) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনে সহযোগিতার জন্য সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে বিশ^বিদ্যালয় একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির নেয়া সব কর্মসূচির সফল বাস্তবায়নে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকা বিশ^বিদ্যালয় পরিবারের সকল সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং গণমাধ্যমসহ সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য উপাচার্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাসস/সবি/এমএএস/১৮৪০/এইচএন