মাগুরায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন

188

মাগুরা, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার পারনান্দুয়ালীর জেটিসি রোডস্থ খেয়াঘাটে আজ শুক্রবার সকালে নবগঙ্গা নদীর নবনির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
১৭৫ মিটার দৈর্ঘ্য ও ৭.৩০ মিটার প্রস্থ শেখ কামাল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী তাসমিন আক্তার।
অনুষ্ঠানে জানানো হয়, সেতুটি নির্মাণের ফলে মাগুরা সদর উপজেলার পারন্দুয়ালী, নিজনান্দুয়ালী বিভিন্ন গ্রামের সাথে জেলা শহরের সরাসরি সংযোগ স্থাপন হয়েছে। যা এলাকার স্থানীয় জনসাধারণের আর্থ-সমাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।
এর পরে সাইফুজ্জামান শিখর এমপি মাগুরা সদর থানা চত্বরে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশিং সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন।