বাসস বিদেশ-১ : সিরিয়ায় প্রায় ২শ’ মার্কিন সৈন্য থেকে যাবে : হোয়াইট হাউস

349

বাসস বিদেশ-১
সিরিয়া-সংঘাত
সিরিয়ায় প্রায় ২শ’ মার্কিন সৈন্য থেকে যাবে : হোয়াইট হাউস
ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৈন্য প্রত্যাহার করে নেয়ার পরও দেশটিতে প্রায় ২শ’ মার্কিন সৈন্য থেকে যাবে।
বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সেন্ডার্স বলেন, ‘সিরিয়ায় একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রায় ২শ’ সৈন্যের ছোট একটি শান্তিরক্ষী দল থেকে যাবে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্পের ৩০ এপ্রিলের মধ্যে সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণাটির যখন তীব্র সমালোচনা হচ্ছে ঠিক তখনই হোয়াইট হাউস একথা জানালো।
ট্রাম্পের নিজের রিপাবলিকান দলীয় সদস্যরা তার ওই ঘোষণার সমালোচনা করেছেন।
আইএস পরাজিত হয়েছে উল্লেখ করে ডিসেম্বর মাসে ট্রাম্প সিরিয়া থেকে প্রায় দুই হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও এখনো কয়েক হাজার জিহাদি সিরিয়ায় তাদের শেষ ঘাঁটি দখলে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
বাসস/কেএআর/১১৪০/-কেজিএ