বাসস দেশ-৩৩ : তুরস্কে মাল্টিন্যাশনাল এক্সারসাইজের চূড়ান্ত মহড়া পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

556

বাসস দেশ-৩৩
সেনাপ্রধান-মহড়া-পরিদর্শন
তুরস্কে মাল্টিন্যাশনাল এক্সারসাইজের চূড়ান্ত মহড়া পরিদর্শন সেনাবাহিনী প্রধানের
ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ বৃহস্পতিবার তুরস্কে ১৫টি দেশের অংশগ্রহণে চলমান মাল্টিন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস ২০১৯ এর চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন। এসময় অংশগ্রহণকৃত বেশ কয়েকটি দেশের সেনাপ্রধান উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক এই মহড়া পরিদর্শন করেন।
ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, ৩১ জানুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টিন্যাশনাল উইন্টার এক্সারসাইজ তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে। এই এক্সারসাইজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। এই এক্সারসাইজ এ অংশগ্রহণের মধ্য দিয়ে তুরস্ক ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো বেগবান হবে এবং পাশাপাশি বহুজাতিক পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
বাসস/আইএসপিআর/এমএন/২১০৭/এবিএইচ