বাজিস-৩ : টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা

152

বাজিস-৩
টাঙ্গাইল-জেলা-বার-সমিতি নির্বাচন
টাঙ্গাইলে বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা
টাঙ্গাইল, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি ও একটি সহসভাপতি পদসহ মোট ১২টি পদে জয়লাভ করেছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদক ও একটি সহসভাপতিসহ মোট পাঁচটি পদে জয়লাভ করেছে।
বুধবার নির্বাচন শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি রফিকুল ইসলাম খান আলো, সহ-সভাপতি বংশী বিনোদ গোস্বামী, যুগ্ন সম্পাদক রুহুল আমিন মিয়া, লাইব্রেরী সম্পাদক হাফিজুর রহমান খান, ক্রীড়া সম্পাদক জগদিশ চন্দ্র বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন রানা, নির্বাহী সদস্য অনুপম দে অপু, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন তালুকদার, এসএম জহিরুল ইসলাম, নুরুল হুদা মিন্টু ও শারমিন খান।
বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক মাইদুল হোসেন শিশির, সহসভাপতি লুৎফর রহমান, নির্বাহী সদস্য খন্দকার মনিরুল ইসলাম, রক্সি মেহেদী ও রকিবুল ইসলাম রফিক।
বাসস/সংবাদদাতা/১৭৫০/-মরপা