বাসস দেশ-২৮ : শিক্ষা ক্ষেত্রে এক দশকে অসামান্য সাফল্য অর্জিত হয়েছে : শিক্ষামন্ত্রী

277

বাসস দেশ-২৮
শিক্ষামন্ত্রী-অর্জন
শিক্ষা ক্ষেত্রে এক দশকে অসামান্য সাফল্য অর্জিত হয়েছে : শিক্ষামন্ত্রী
টাঙ্গাইল, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশে গত এক দশকে শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে। এ অর্জনকে আরো সামনে এগিয়ে নিতে হবে। যেতে হবে অনেক দূর।
শিক্ষামন্ত্রী আজ জেলার মির্জাপুর উপজেলায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ড. দীপুমনি বলেন, ভারতেশ্বরী হোমস্ দেশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের নানাপ্রান্ত থেকে এ প্রতিষ্ঠানে এসে মেয়েরা পড়াশুনা করছে।দায়িত্ব-কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হয়ে পারিবারিক আবহে বেড়ে উঠছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
এর আগে শিক্ষামন্ত্রী উপজেলা সদরে অবস্থিত মির্জাপুর এস.কে মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
বাসস/সবি/এসএস/১৯১৫/কেএমকে