বাসস ক্রীড়া-১৩ : ৩ রেটিং হারালো বাংলাদেশ

146

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ওয়ানডে
৩ রেটিং হারালো বাংলাদেশ
দুবাই, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। আর এই সিরিজ হারে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। তবে র‌্যাংকিং-এ আগের অবস্থান সপ্তমেই আছে বাংলাদেশ।
বাংলাদেশের বর্তমান রেটিং ৯০। সিরিজ শুরুর আগে ৯৩ রেটিং ছিলো টাইগারদের। সপ্তমস্থানে ছিলো টাইগাররা।
৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিউজিল্যান্ড র‌্যাংকিং-এ তৃতীয়স্থানে উঠলো। তাদের বর্তমান রেটিং ১১২। সিরিজ শুরুর আগে কিউইদের রেটিং ছিলো ১১১। এই রেটিং নিয়ে র‌্যাংকিং-এ চতুর্থস্থানে ছিলো নিউজিল্যান্ড।
ওয়ানডে র‌্যাংকিং-এ সবার উপরে আছে ইংল্যান্ড। দ্বিতীয়স্থানে রয়েছে ভারত।
র‌্যাংকিং দল রেটিং
১ ইংল্যান্ড ১২৬
২ ভারত ১২২
৩ নিউজিল্যান্ড ১১২
৪ দক্ষিণ আফ্রিকা ১১১
৫ পাকিস্তান ১০২
৬ অস্ট্রেলিয়া ১০০
৭ বাংলাদেশ ৯০
৮ শ্রীলংকা ৭৮
৯ ওয়েস্ট ইন্ডিজ ৭২
১০ আফগানিস্তান ৬৭
বাসস/এএমটি/১৭০৫/নীহা