একুশের দিনে কাল বাংলা একাডেমির দিনব্যাপী নানা আয়োজন

268

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : আগামীকাল আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি। দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলা একাডেমি দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ভাষা আন্দোলন ও অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
সকাল সাড়ে সাতটায় একাডেমির ভেতরে স্থাপিত মেলার মূলমঞ্চে শুরু করবে স্বরচিত কবিতা পাঠের আসর। এতে প্রবীন, তরুন ও নবীন কবিরা তাদের কবিতা পাঠ করবেন। এতে সভাপতিত্ব করবেন কবি অসীম সাহা।
একাডেমি চলমান অমর একুশের গ্রন্থমেলা আগামীকাল সকাল সাতটায় শুরু হবে। চলবে রাত নয়টা পর্যন্ত। বিকেল চারটায় মূল মঞ্চে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ‘অমর একুশে বক্তৃতা’। এতে বক্তব্য রাখবেন ভাষাসৈনিক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ভাষা আন্দোলনের গানের আসর। রয়েছে কবিদের স্বকন্ঠে কবিতাপাঠ।