সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

198

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যগণ আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সংসদ সদস্যগণ এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১জন, স্বতন্ত্র ১জন এবং জাতীয় পার্টির ৪ জনসহ সর্বমোট ৪৯ জন সংসদ সদস্যগণের শপথ বাক্য পাঠ করান।