ফ্লেমিংকে টপকে শীর্ষে টেইলর

150

ডানেডিন, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে টপকে ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক এখন ডান-হাতি রস টেইলর। ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬৯ রানের ইনিংস খেলে শীর্ষ স্থান দখল করেন তিনি।
এই ইনিংস খেলার পথে ফ্লেমিংকে টপকে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান টেইলর। বর্তমান তার রান ২১৮ ম্যাচে ৮০২৬। ফ্লেমিং-এর ২৭৯ ম্যাচে ৮০০৭ রান। বিশ্বের ৩০তম ব্যাটসম্যান হিসেবে ৮’হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন টেইলর।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে ওয়ানডেতে টেইলরের পরিসংখ্যান ছিলো ২১৭ ম্যাচে ৭৯৫৭। মিডল-অর্ডারে ব্যাট হাতে নেমে ৭টি চারে ৮২ বলে নিজের ৬৯ রানের ইনিংসটি সাজান তিনি। ফলে ফ্লেমিং’কে টপকে যান টেইলর।
রান সংগ্রহে তালিকায় নিউজিল্যান্ডের পক্ষে তৃতীয়স্থানে রয়েছেন নাথান অ্যাস্টল। ২২৩ ম্যাচে ৭০৯০ রান করেছেন তিনি।