বাজিস-১ : জয়পুরহাটে জমে উঠেছে অমর একুশে বই মেলা

296

বাজিস-১
জয়পুরহাট-বই মেলা
জয়পুরহাটে জমে উঠেছে অমর একুশে বই মেলা
জয়পুরহাট, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অমর একুশের বই মেলা-২০১৯ বই প্রেমীদের পদচারণায় জমে উঠেছে।
স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ৭ দিনব্যাপী আয়োজিত অমর একুশে বই মেলা শুরু হয় মঙ্গলবার থেকে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাব, জেলা সরকারি গ্রন্থাগার, ইসলামী ফাউন্ডেশন, শিশু একাডেমি, প্রথমা প্রকাশনী ও স্থানীয় পুস্তক ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে। শিল্পী, সাহিত্যিক, কবিসহ বই প্রেমীদের পদচারণায় জমে উঠেছে অমর একুশের বই মেলা।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১১৫/-নূসী