বাসস দেশ-৩১ : পরিমাপে কারচুপির অভিযোগে ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিআই’র : ৩২শ’ জার ধ্বংস

329

বাসস দেশ-৩১
বিএসটিআই-অভিযান
পরিমাপে কারচুপির অভিযোগে ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বিএসটিআই’র : ৩২শ’ জার ধ্বংস
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স টিম মঙ্গলবার রাজধানীর গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে ১২ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এছাড়াও বিএসটিআই’র অভিযানে ৩ হাজার ২০০ পানির জার ধ্বংসসহ ৪টি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করা হয়।
বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় এসব মামলা দায়ের করে।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, সেগুলো হলো- খদ্দর বাজার, বিবি শপিং কমপ্লেক্স এর মেসার্স আশিক ফেব্রিক্স, মেসার্স মোল্লা ফেব্রিক্স, মেসার্স হাজী ফেব্রিক্স, মেসার্স যমুনা ফেব্রিক্স, মেসার্স টপ মার্ট, মেসার্স বিসমিল্লাহ বেডিং স্টোর ও মেসার্স মেঘনা ফেব্রিক্স এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকার সিটি ভবনের মেসার্স সৌদিয়া ক্লথ স্টোর, মেসার্স মৌসুমি ক্লথ স্টোর, মেসার্স সৌখিন ক্লথ স্টোর ও মেসার্স সায়মন ক্লথ স্টোর।
এসব প্রতিষ্ঠানে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে কাঠের গজকাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।
এদিকে পান্থপথ, গ্রীনরোড, রায়েরবাজার, মিরপুর, মোহাম্মদপুর, আদারব, দারুসসালাম, পীরেরবাগ, কাজীপাড়া এলাকায় বিএসটিআই’র আরেকটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/এমএন/১৯৫১/এএএ