বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করার আহ্বান ভারতীয় ক্রিকেট তারকাদের

187

নয়া দিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : কাশ্মির হামলায় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হওয়ার প্রতিবাদে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন তারকা স্পিনার হরভজন সিং।
ভারত এ হামলার মদদাতা হিসেবে পার্শবর্তী চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানকে দায়ী করছে এবং দেশব্যাপি প্রতিশোধের আহবান জানিয়েছে। হরভজন বলেন, ‘কেবলমাত্র ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কোন প্রয়োজন নেই।’
২০১৫ সালে সর্বশেষ টেস্ট ম্যাচ খেললেও এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ( আইপিএল) চালিয়ে যাওয়া ৩৮ বছর বয়সী এ স্পিনার বলেন, ‘ বিশ্বকাপে ১৬ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলোনা, আমাদের সবার কাছে আগে দেশ এবং আমরা সকলে আমাদের বাহিনীগুলোর পাশে আছি।’
একজন অফ স্পিনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৪১৭ টেস্ট উইকেট শিকারী হরভজন বলেন, ‘পাকিস্তান সীমান্তে সন্ত্রাস ছড়াচ্ছে এবং এ হামলা অবিশ্বাস্য হতাশাজনক।’
তবে হামলায় কোন প্রকার ভুমিকার কথা অস্বীকার করেছে পাকিস্তান।
আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ভারত। এবং ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করলে অন্তত পক্ষে তাদের পয়েন্ট হারাতে হবে। তবে হরভজন বলেন, এটা কোন বিষয় হবেনা।
আজ টক হিন্দি নিউজ চ্যানেলকে হরভজন বলেন, ‘পয়েন্ট খোয়ানোর বিষয়ে আমি পরোয়ানা করিনা। কেননা, পাকিস্তানের বিপক্ষে না খেললেও বিশ্বকাপ জয়ের জন্য ভারত এমনিতেই যথেষ্ঠ শক্তিশালী দল।
ঐতিহাসিন ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার(সিসিআই) সাধারষ সম্পাদকও পাকিস্তান ম্যাচ বয়কটের আহবান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার কাশ্মিরে বিস্ফোরক বোঝাই গাড়ী নিয়ে সামারিক বাহিনিীর কনভয়ে আত্মঘাতি হামলার নিন্দা জনিয়ে সুরেশ বাফানা বলেন, ‘সিসিআই একটি ক্রীড়া সংস্থা। তবে দেশ সবার আগে।’
এ হামলার কারণে রিয়াল কশ্মিরের বিপক্ষে ম্যাচ খেলতে বর্তমান চ্যাম্পিয়ন মিনারভার পাঞ্জাব এফসি গতকাল শ্রীনগর সফরে অস্বীকৃতি জানানোয় ভারতের শীর্ষ ফুটবল লীগেও বিশৃংখলা সৃস্টি হযেছে।
রিয়াল কাশ্মিরের বিপক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে শংসয় প্রকাশ করেছেন ইস্ট বেঙ্গল ক্লাবও।
রিয়াল কাশ্মিরের সহ-সত্বাধিারী সন্দীপ ছোট্ট বলেন, ‘ম্যাচ না খেলার জন্য তারা একটি অনাকাংখিত ঘটনার অযুহাত দেখাছে তারা। আমাদের দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘুনা ছড়ানো ক্ষমার অযোগ্য।’
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘শান্তি এবং কাশ্মিরের জনগণের জন্য আমরা সবাই খেরতে চাই।’