বাসস সংসদ-২ : ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি এবং ৯৯ ভাগ মানুষ মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে : তাজুল ইসলাম

142

বাসস সংসদ-২
স্থানীয় সরকার মন্ত্রী-নিরাপদ পানি
৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি এবং ৯৯ ভাগ মানুষ মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে : তাজুল ইসলাম
সংসদ ভবন, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমানে দেশের শতকরা ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানি এবং ৯৯ ভাগ মানুষ মৌলিক স্যানিটেশন সুবিধার আওতাভুক্ত।
তিনি বলেন, এ হিসাবে দেশে ১৩ কোটি ৯২ লাখ জনগণ নিরাপদ পানি সুবিধা ভোগ করছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ৯৯ ভাগ মানুষ মৌলিক স্যানিটেশনের আওতায় অন্তর্ভুক্তির মধ্যে ৬১ ভাগ মানুষ উন্নত ল্যাট্রিনের আওতাভুক্ত রয়েছে।
তিনি বলেন,অবশিষ্ট ২৮ ভাগ জনগণ যৌথ ল্যাট্রিন এবং ১০ ভাগ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন। এই হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু) বা ইউনিসেফ, জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি), ২০১৫ অনুযায়ী বর্তমানে উন্নত স্যানিটেশন ব্যবহারকারী সুবিধাভোগীর সংখ্যা ৯ কোটি ৭৬ লাখ।
বাসস/এমআর/১৭১০/বেউ/-অমি