বাজিস-৮ : বরগুনায় বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় বাছাই

140

বাজিস-৮
বরগুনা-খেলোয়াড় বাছাই
বরগুনায় বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলোয়াড় বাছাই
বরগুনা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বরগুনা স্টেডিয়ামে মঙ্গলবার বরিশাল বিভাগের ফুটবল খেলোয়াড় বাছাই করা হয়েছে। বরিশালের ছয়টি জেলার ৩০জন অনুর্ধ-২০ খেলোয়ারকে নিয়ে করা হয়েছে বিভাগীয় টিম। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এ উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধি আহম্মেদ সাইদ আল ফাত্তাহ জানিয়েছেন, সারা বাংলাদেশে আটটি বিভাগে ২৪০ জন খেলোয়ার বাছাই করা হচ্ছে। বাছাইকৃত খেলোয়ারদের দেয়া হবে ১ মাসের প্রশিক্ষণ। বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে ৬০ জনকে প্রাথমিক বাছাই করে বরগুনায় নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে সেরা ৩০জনকে নিয়ে করা হচ্ছে বিভাগীয় টিম। আটটি বিভাগের অংশগ্রহণে আয়োজন করা হবে শেখ কামাল টুর্নামেন্ট। বাছাইকৃত খেলোয়াড়রা পরবর্তীতে জাতীয় টিমে খেলার সুযোগ পাবেন। সেইসাথে তারা অন্য কোথাও খেলার সুযোগ পেলে তাদের আয়ের ৩০ শতাংশ টাকা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনে জমা হবে। যে টাকা দিয়ে ভবিষ্যতে আরো খেলার আয়োজনসহ প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে।
বাসস/সংবাদদাতা/১৪২৫/নূসী