বাজিস-৭ : সততা স্টোর তৈরিতে আর্থিক অনুদান

178

বাজিস-৭
বরগুনা-সততা স্টোর
সততা স্টোর তৈরিতে আর্থিক অনুদান
বরগুনা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর তৈরির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বরগুনার জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে জেলার ৬ টি উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে ৩০ হাজার টাকা করে অনুদান তুলে দিয়েছেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদার। অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।
দুদক কর্মকর্তা সাইদুর রহমান জানিয়েছেন, এ পর্যন্ত বরগুনা জেলায় ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানে সসতা স্টোরের কার্যক্রম শুরু করা হয়েছে। পটুয়াখালী জেলাসহ দুই জেলায় মোট সততা স্টোরের সংখ্যা ৭০টি।
উল্লেখ্য সততা স্টোরে কোন বিক্রেতা থাকে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয় করে নির্দিষ্ট স্থানে তার মূল্য রেখে দেয়।
বাসস/সংবাদদাতা/১৪২০/নূসী