বাসস দেশ-৩৫ : প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম

553

বাসস দেশ-৩৫
স্পিচ রাইটার-নজরুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর সাবেক অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলামের অবসর উত্তর ছুটি ( পিআরএল) বাতিল করে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি ভোগরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা মো. নজররুল ইসলামকে তাঁর অভোগকৃত ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যদা ও বেতনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিচ রাইটার পদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
নজরুল ইসলাম ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তাঁর লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।
বাসস/সবি/এমএআর/২১০০/কেকে