ক্রিকেট-র‌্যাংকিং : ম্যাকগ্রার পর কামিন্স

152

দুবাই, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ১৩ বছর পর আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিং তালিকার শীর্ষ স্থানে উঠলেন অস্ট্রেলিয়ার কোন বোলার। ২০০৬ সালে গ্লেন ম্যাকগ্রার পর এমন কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার বর্তমান দলের পেসার প্যাট কামিন্স। ইংল্যান্ডের জেমস এন্ডারসনকে সরিয়ে টেস্টে এক নম্বর এখন কামিন্স।
সদ্যই শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৪ উইকেট নিয়েছেন কামিন্স। যার সুবাদে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তার আগে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজেও ১৪ উইকেট শিকার করেন কামিন্স। যার ফলশ্রুতিতে বোলারদের তালিকায় সবার উপরে উঠে আসেন কামিন্স। তার সংগ্রহে আছে ৮৭৮ রেটিং। অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কারে অ্যালান বোর্ডার মেডেল পেয়েছেন কামিন্স। দ্বিতীয়স্থানে থাকা এন্ডারসনের সংগ্রহে আছে ৮৬২ রেটিং।
ব্যাটসম্যানদের তালিকায় চোখে পড়ার মত উন্নতি হয়েছে শ্রীলংকার ব্যাটসম্যান কুশল পেরেরা। চলতি সপ্তাহে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অসাধারন ইনিংস খেলেন পেরেরা। অনবদ্য ১৫৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে ১ উইকেটের ঐতিহাসিক জয় এনে দেন পেরেরা। তাই র‌্যাংকিং-এ ৫৮ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন পেরেরা। ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং ৯২২।