বাসস ক্রীড়া-৯ : জার্মানিকে শুভ কামনা জানালেন মার্কেল

357

বাসস ক্রীড়া-৯
ফুটবল-জার্মানি
জার্মানিকে শুভ কামনা জানালেন মার্কেল
মিউনিখ, ৩ জুন ২০১৮ (বাসস) : আসন্ন ফুটবল বিশ্বকাপে জার্মান দলকে শুভ কামনা জানিয়েছেন দেশটির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল।
জার্মানির অনুশীলন ক্যাম্পে হাজির হয়ে দলের খেলোয়াড়দের শুভ-কামনা জানান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী রাষ্ট্রপ্রধান মার্কেল। এসময় দলের খেলোয়াড়দের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি।
জার্মানি দলের পক্ষ থেকে মার্কেলকে চার নম্বর জার্সি উপহার দেয়া হয়। এ সময় মার্কেল বলেন, ‘দেশের জন্য আবারো সাফল্য বয়ে আনবে এই দল, আমি এমনটাই প্রত্যাশা করি।’
জার্মান ফুটবল দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেন, ‘মার্কেলের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা আশা করব অন্যান্য বছরের মতো এবারও বিশ্বকাপের সময় তিনি রাশিয়াতে আমাদের মাঝে হাজির হবেন।’
২০১৪ সালে বিশ্বকাপের ফাইনাল মাঠে বসেই দেখেছিলেন মার্কেল।
এখন পর্যন্ত চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। সর্বশেষ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে জার্মানরা।
আসন্ন আসরে ‘এফ’ গ্রুপে খেলবে জার্মানি। সেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
বাসস/এএমটি/১৯৩৫/মোজা/স্বব