বাজিস-৯ : ঝালকাঠিতে পাখি শিকারের দায়ে জরিমানা

133

বাজিস-৯
ঝালকাঠি- জরিমানা
ঝালকাঠিতে পাখি শিকারের দায়ে জরিমানা
ঝালকাঠি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার নলছিটির আমিরাবাদ গ্রামে পাখি শিকার করার দায়ে মো: নজরুল ইসলাম নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যক্তিগত এয়ারগান দিয়ে নজরুল ইসলাম একটি বক ও একটি ঘুগু পাখি শিকার করেছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো: আবুল মুনসুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সাজা প্রদান করেন।
অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত ঝালকাঠি কলেজ রোডে অপরিচ্ছন্ন পরিবেশে হোটেল ব্যবসা চালানোর দায়ে একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা এবং একই এলাকায় একটি মিষ্টির দোকানকে ২ হাজার টাকা এবং পূর্ব চাঁদকাঠি এলাকায় একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা খানম ও মাসুমা আক্তার এবং মো: এজাজুল হক এ জরিমানার আদেশ দেন।
বাসস/সংবাদদাতা/১৯৩৫/মরপা