বাসস সংসদ-৩ : সরকার সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে : জাকির হোসেন

153

বাসস সংসদ-৩
প্রশ্নোত্তর-নিরক্ষর জনগোষ্ঠী
সরকার সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে : জাকির হোসেন
সংসদ ভবন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশের ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লাখ নিরক্ষর জনগোষ্ঠীকে মৌলিক সাক্ষরতা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে আরো বলেন, দেশের সব জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, তবে প্রথম পর্যায়ে প্রকল্পটি দেশের ৬৪টি জেলায় নির্ধারিত ২৫০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি উপজেলায় ৯ হাজার নারী ও ৯ হাজার পুরুষ নিরক্ষরকে সাক্ষরতা দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি ৪টি পর্যায়ে বাস্তবায়ন করার নির্দেশনা রয়েছে। ১ম ও ২য় পর্যায়ে অন্তর্ভুক্ত মোট ১৩৪টি উপজেলায় এক সাথে ৩৯ হাজার ৪৩৪টি শিখন কেন্দ্র গত বছর ১৭ ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, শিখন কেন্দ্রগুলোতে ২৩ লাখ ৬৬ হাজার ৭৭ জন নিরক্ষরকে সাক্ষরতা দেয়া হচ্ছে যা আগামী জুন পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী পর্যায়ে বাকি ১১৬টি উপজেলায় কার্যক্রম চলবে।
বাসস/এমআর/১৭৪০/বেউ/-অমি