বাজিস-৫ : যশোরে বর্ষার আগে নদী খনন সম্পন্নের প্রস্তুতি

147

বাজিস-৫
যশোর নদী খনন
যশোরে বর্ষার আগে নদী খনন সম্পন্নের প্রস্তুতি
যশোর, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে কেশবপুর, অভয়নগর ও মণিরামপুরে জেলা প্রশাসন নদী খননের প্রস্তুতি নিয়েছে। এ অঞ্চলের জনগণকে পানিবন্ধী জীবন থেকে মুক্ত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিত ভাবে জানিয়েছে। মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রণালয় অর্থ ছাড় দিলে তারা কাজ শুরু করবে। রোববার যশোর জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভায় জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়, যেসব উপজেলায় নদী ও খাল খনন চলছে। বর্ষার আগে সেগুলো সম্পন্ন করা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা-ভাবনা করে এসব নদী ও খালে ছোট ছোট ব্রীজ বা কালভার্ট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুন্ননী, সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৬১৫/মরপা