বাজিস-৩ : হবিগঞ্জে শিলাবৃষ্টি

150

বাজিস-৩
হবিগঞ্জ-শিলাবৃষ্টি
হবিগঞ্জে শিলাবৃষ্টি
হবিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলার বানিয়াচং উপজেলা সদরে টানা ২৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্কা দেখা দেয়। এতে আমের মুকুল ঝড়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের সব্জির কিছু ক্ষতি হলেও বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।
রোববার সকাল ৭টা থেকে একটানা আনুমানিক ২৫ মিনিট ধরে উপজেলা সদরের বড় বাজার এলাকায় এ শিলাবৃষ্টি হয়।
উপজেলার গরীব হোসেন মহল্লার বাসিন্দা তৌহিদুর রহমান পলাশ জানান, ব্যাপক হারে শিলাবৃষ্টি শুরু হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়। রাস্তাঘাটে থাকা লোকজন আশ্রয় নেন পাশর্^বর্তী বাড়িতে। টানা প্রায় ২৫ মিনিটের বৃষ্টিতে বোরো ফসলের তেমন ক্ষতি না হলেও বিভিন্ন স্থানে আমের মুকুল ঝড়ে পড়েছে বলে জানান তিনি।
জাতুকর্ণপাড়া এলাকার কৃষক তৌফিক মিয়া জানান, বোরো ফসল রোপণ মাত্র শেষ হয়েছে। এখন শিলাবৃষ্টিতে তেমন একটা ক্ষতি হবে না। তবে কিছুদিন পরে যদি আবার শিলাবৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষতি হবে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার বলেন, ব্যাপক শিলাবৃষ্টি হলেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কোথাও ক্ষতি হয়েছে কি না খোঁজ নেয়া হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৩৫৫/নূসী