বাসস দেশ-২০ : অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আত্মিক উন্নতি সাধন করতে হবে

324

বাসস দেশ-২০
হাক্কানী-বৈঠক
অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আত্মিক উন্নতি সাধন করতে হবে
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : একাদশ সংসদ নির্বাচনের বিজয় জাতীয় চেতনাবোধের জাগরণের যে শুভক্ষন এনে দিয়েছে তাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আত্মিক উন্নতি সাধন করতে হবে।
হাক্কানী মিশনের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ অনুষ্ঠিত এক চিন্তন বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘সত্য প্রতিষ্ঠায় জাতিকে উদ্বুদ্ধ করার এখনই সময়’ শীর্ষক এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান , ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান এবং হাক্কানী মিশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা একে এম সোহেল আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গবেষক শাহ শেখ মজলিশ ফুয়াদ।
হাক্কানী মিশন বাংলাদেশের প্রধান পৃষ্টপোষক খালেদা খানম রুনুর সভাপতিত্বে বৈঠকে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ আলাউদ্দিন আলন। স্বাগত বক্তব্য রাখেন মিশনের মহাসচিব শাহ এনসি রুদ্র।
মুল প্রবন্ধে বলা হয়, ১৯৭০ এর নির্বাচনে বাঙ্গালিকে এনে দিয়েছে মহান স্বাধীনতা। একাদশ সংসদ নির্বাচনের বিজয় বাঙ্গালিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার সুযোগ করে দিয়েছে।
বাসস/সবি/কেসি/১৯৪০/এএএ