বাসস ক্রীড়া-১০ : লড়াই করছে বাংলাদেশ

334

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯
লড়াই করছে বাংলাদেশ
চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সফরকারী ইংল্যান্ডের (১৯)বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে ইংল্যান্ড। জবাবে দিন শেষে ৬ উইকেটে ১৯৪ রান করেছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৯৫ রান করেছিলো ইংল্যান্ড। বাকী ৪ উইকেটে মাত্র ৪২ রান যোগ করতে পারে ইংলিশরা। দু’জন ব্যাটসম্যান নার্ভাস-নাইন্টিতে আউট হন। জির্ওজি হিল ৯১ ও জেমি স্মিথ ৯০ রান করে আউট হন।
হিল ১১টি চারে ১৬০ বলে নিজের ইনিংসটি সাজান। স্মিথের ১২৬ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়া বেন চার্লসওর্থ ৬৩ রান করেন। বাংলাদেশের মিনহাজুর রহমান ও মুজাক্কির হোসেন ৩টি উইকেট নেন।
ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে ১৯৪ রান করতে পারে যুবারা। মাহমুদুল হাসান জয় অপরাজিত ৬২ ও শাহাদাত হোসেন ৫৬ রান করে আউট হন।
বাসস/এএমটি/১৯০০/স্বব