চট্টগ্রামে নারী উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

433

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের নিয়ে এসএমই ফাউন্ডেশন ও ইউরোপীয় ইউনিয়নের প্রিজম প্রকল্পের আওতায় আাজ স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে। এতে ২৫ জন নারী অংশগ্রহণ করেছে।
কর্মশালায় এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
কর্মশালার উদ্দেশ্য হলো-প্রশিক্ষণের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা। যাতে তারা ব্যবসায় সফল হতে পারেন এবং সফল উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরী করতে পারেন। প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরী সহায়তাও দেয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে প্রিজম প্রকল্পের আওতায় ঢাকা এবং খুলনায় ৪৯ জন নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় শহরেও কর্মশালা অনুষ্ঠিত হবে।