বাসস বিদেশ-৫ : মৃত শিশুর জন্মদানে দোষী সাব্যস্ত নারীকে মুক্তি দিল সালভেদরের আদালত

206

বাসস বিদেশ-৫
এল সালভেদর-বিচার
মৃত শিশুর জন্মদানে দোষী সাব্যস্ত নারীকে মুক্তি দিল সালভেদরের আদালত
সানসালভেদর, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সালভেদরের এক আদালত ইভলিন হারনানদেজ নামে ৩০ বছরের কারাদন্ডে দন্ডিত এক নারীকে শুক্রবার মুক্তি দিয়েছে। সে এক মৃত শিশুর জন্মদান করে বলে দাবি করলেও নরহত্যার দায়ে তাকে সাজা দেয়া হয়। খবর এএফপির।
৩৩ মাস কারারুদ্ধ থাকার পর রাজধানী সানসালভেদরে পিতা-মাতা ও তার ভাইয়ের সঙ্গে ফিরে যাওয়ার সময় ২০ বছর বয়সী হারনানদেজের মুখে হাসি ছিল।
তার পক্ষের আইনজীবী এঞ্জেলিকা বলেন, রাজধানীর পূর্বাঞ্চলীয় কজুতিপেকের আদালত বলেছে, তার পুনঃবিচার হবে, তবে সে তার বাড়িতে অবস্থান করবে। ৪ এপ্রিল নতুন এক বিচারকের সঙ্গে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এল সালভাদরে গর্ভপাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। হারনানদেজ কাসকাটলান এলাকার মধ্যাঞ্চলে তার বাড়ির অস্থায়ী নির্মিত বাথরুমে আট মাসের অন্তঃসত্বা অবস্থায় শিশুটির জন্ম দেয়। তখন তার বয়স ছিল ১৮ বছর।
গর্ভপাত অধিকার দল এসিএিটিইই জানায়, হারনানদেজ একটি মৃত শিশুর জন্মদান করেছে বলে জানায় তবে, তবে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।
বাসস/অনু-জেজেড/১৮৫৩/কেএমকে