বাসস ক্রীড়া-৭ : হতাশ মাশরাফি; খুশী উইলিয়ামসন

149

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-অধিনায়ক
হতাশ মাশরাফি; খুশী উইলিয়ামসন
ক্রাইস্টচার্চ, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ওয়ানডেও ৮ উইকেটে হারে টাইগাররা। সিরিজ হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্য দিকে দলের পারফরমেন্সে বেশ খুশী নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নিজেদের অভিমত ব্যক্ত করেন মাশরাফি-উইলিয়ামসন।
প্রথম ম্যাচের মত আজ ক্রাইস্টচার্চের ওয়ানডেতেও ব্যাট হাতে অনুজ্জল ছিলো বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে ৯৩ রান উঠতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফলে বেশ চাপে পড়ে গিয়েছিলো টাইগাররা। এবারও ব্যাট হাতে বাংলাদেশকে রক্ষার কাজটি করেন মোহাম্মদ মিথুন। প্রথম ওয়ানডেতে ৬২ রান করা মিথুন আজ করেন ৫৭ । এছাড়া সাব্বির রহমান ৪৩ রানের ইনিংস খেলেন। ফলে ২২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
২২৬ রানের পুঁিজতে এ ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের বোলাররা। এবারও বাংলাদেশকে লড়াই করতে দেননি নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ৮৮ বলে ১১৮ রানের নান্দনিক ইনিংস খেলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন গাপটিল। প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১৭ রান করেছিলেন গাপটিল।
সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচ শেষে হতাশা ঝড়েছে বাংলাদেশ অধিনায় মাশরাফির কন্ঠে, ‘হ্যাঁ, এটি একটি কঠিন দিন। আমরা শুরুতে দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের জুটিগুলো ছিলো ৩০ রানের, ৬০ রানে হতে পারতো এবং এতে ম্যাচ অন্যরকম হতে পারতো। আমাদের শীর্ষ ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। মিথুন ভালো স্কোর করেছে, মুস্তাফিজুর আজ ভালো বল করেছে। দল হিসেবে আমরা ২২০-২৩০ রান করেছি কিন্তু ২৭০-২৮০ রান করতে পারলে আমরা লড়াই করতে পারতাম।’
মাশরাফি হতাশ হলেও, সিরিজ জিতে খুশী উইলিয়ামসন। তিনি বলেন, ‘খুবই ভালো পারফরমেন্স করেছে দল। ছেলেরা যার যা দায়িত্ব পালন করেছে। আমরা নিয়মিত প্রতিপক্ষের উইকেট শিকার করতে পেরেছি। দু’ওয়ানডেতেই আমরা ভালো করেছি, বিশেষভাবে গাপটিল। টানা দু’টি সেঞ্চুরি করলো সে। এতে সিরিজ জয় আগেভাগেই নিশ্চিত করতে পেরেছি।’
বাসস/এএমটি/১৫০০/স্বব