বাসস ক্রীড়া-৫ : দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন

137

বাসস ক্রীড়া-৫
ফুটবল-বুন্দেসলিগা
দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন
বার্লিন, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম আত্মঘাতি গোলের লজ্জায় পড়েছে বায়ার্ন মিউনিখ। মাত্র ১৩ সেকেন্ডের এই গোল ছাড়াও ম্যাচে আরো একবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অগসবার্গের বিপক্ষে ৩-২ গোলের জয় ছিনিয়ে নিয়ে লিগে দারুন এক সাফল্য পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। এর মাধ্যমে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিটাও দারুভাবে সেড়ে নিল বেভারিয়ান্সরা।
আগামী মঙ্গলবার ইউরোপীয়ান আসরের শেষ ১৬’র প্রথম লেগের লড়াই এ্যানফিল্ড সফরে যাবে জার্মান জায়ান্টরা। ম্যাচটির আগে লিভারপুল বস জার্গেন ক্লপ বুন্দেসলিগায় রেলিগেশন থেকে এক ধাপ উপরে থাকা অগসবার্গের কাছে বায়ার্নের কঠিন পরীক্ষার বিষয়টি নিশ্চিতভাবেই উপভোগ করেছেন।
লিগে এ্যাওয়ে ম্যাচটিতে জয় পাওয়ার অর্থ হচ্ছে টেবিলের শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নের বর্তমান পয়েন্টের ব্যবধান মাত্র দুই। এ্যানফিল্ডে এক চোখ দিয়ে রাখা বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বৃদ্ধাঙ্গুলির ইনজুরি কাটিয়ে তিন ম্যাচ পরে কাল মাঠে ফিরেছেন। কিন্তু ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচটিকে কঠিন করে তুলেছিলেন এই তারকা গোলরক্ষক। বুন্দেসলিগায় মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে নিজ জালে বল জড়ানোতে সহযোগিতা করা লিওন গোয়েতজা এক তিক্ত রেকর্ডের জন্ম দিয়েছেন। ম্যাচ শেষে বায়ার্ন কোচ নিকো কোভাচ বলেছেন, ‘এই ধরনের একটি বাজে শুরুর কথা স্বপ্নেও ভাবতে পারিনি। লিভারপুলের বিপক্ষে আমাদের অবশ্যই ভাল খেলতে হবে।’
এই জয়ে অবশ্য কিংসলে কোম্যানের প্রথামার্ধের গোলটিকে এগিয়ে রাখা যেতেই পারে। যদিও প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে কোম্যানের দ্বিতীয় গোলেই সমতা এনেছিল বায়ার্ন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রেঞ্চ এই মিডফিল্ডারের ইনজুরিতে কিছুটা হলে দু:শ্চিন্তা নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন। এ সম্পর্কে কোভাচ বলেছেন, ‘তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে তাকে দেখে খুব একটা স্বস্তিদায়ক মনে হয়নি।
২৩ মিনিটে দক্ষিণ কোরিয়ান জি ডং-ওনের সুবাদে আবারো এগিয়ে গিয়েছিল অগাসাবার্গ। কোম্যানের গোলে সমতায় আসার পর ৫৩ মিনিটে ডেভিন আলাবা বায়ার্নের পক্ষে জয়সূচক গোলটি করেন। কিন্তু প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলকে সমস্যায় ফেলতে হলে বায়ার্নকে অবশ্যই আরো ভাল খেলা উপহার দিতে হবে। বায়ার্ন অধিনায়ক নয়্যার বলেছেন, আমরা যেভাবে প্রথম গোলটি হজম করেছি তা হতাশা ছাড়া কিছুই না। যতই বলিনা কেন আমার তাদের ভালভাবে ডিফেন্স করেছি, আসলেই কি তা হয়েছে। লিভারপুলের আক্রমনভাগ অনেক শক্তিশালী। আমাদের অবশ্যই ভাল খেলতে হবে। সৌভাগ্যবশত: নিজেদের ভুলগুলো শুধরে নেবার মত সময় আমাদের হাতে রয়েছে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করে রেকর্ড সৃষ্টি করা জার্মান বিবিয়ানা স্টেইনহসের উপর ম্যাচটি পরিচালনার দায়িত্ব ছিল। ম্যাচ শুরুর বাঁশি বাজার সাথে সাথে বায়ার্ন রক্ষনভাগকে ফাঁকি দিয়ে ফিলিপ ম্যাক্সের ক্রস গোয়েতজার পায়ে লেগে বল জালে জড়ালে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৯ সেকেন্ডের জন্য গোলটি বুন্দেসলিগার দ্রুততম গোলের রেকর্ড ভঙ্গ করতে পারেনি। ২০১৫/১৬ মৌসুমে হফেনহেইমের বিপক্ষে কেভিন ভোল্যান্ড ও ডর্টমুন্ডের বিপক্ষে লিভারকুসেনের হয়ে করিম বেলারাবি দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন।
এত দ্রুত ম্যাচে পিছিয়ে পড়ে কিছুটা বিচলিত বায়ার্ন অবশ্য দ্রুতই নিজেদের লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসে। সার্জি গ্যানাব্রি ও রবার্ট লিওয়ানোদোস্কি গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সফল হন কোম্যান। ১৭ মিনিটে জসুয়া কিমিচের ক্রস থেকে কোম্যান বায়ার্নের পক্ষে সমতা ফেরান। ২৪ মিনিটে আবারো ম্যাক্সের ক্রসে জি ডং ১৪ মিটার দুর থেকে নয়্যারকে পরাস্ত করেন। গোয়েতজার এসিস্টে বিরতির ঠিক আগে ফ্রেঞ্চ উইঙ্গার কোম্যান দলের পক্ষে দ্বিতীয়বারের মত সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের আট মিনিটে কোম্যানের সহায়তায় ২৬ বছর বয়সী আলাবা অগাসবার্গের সুইস গোলরক্ষক গ্রিগর কোবেলকে কোন সুযোগ না দিয়ে জয়সূচক গোলটি করলে দারুন এক জয়ের সুখকর স্মৃতি নিয়েই মাঠ ছাড়ে জার্মান চ্যাম্পিয়নরা।
বাসস/নীহা/১৪৫৫/স্বব