বাজিস-১ : জয়পুরহাটে প্রবীণদের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

202

বাজিস-১
জয়পুরহাট-প্রশিক্ষণ
জয়পুরহাটে প্রবীণদের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
জয়পুরহাট, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও গ্রামীণ জনপদে প্রবীণদের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শনিবার প্রবীণদের প্রদেয় ঋণের ব্যবস্থা ও আয়বর্ধন মূলক কার্যক্রম গ্রহণ বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের সমৃদ্ধি কেন্দ্রে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ ওই প্রশিক্ষণের আয়োজন করে। আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রবীণ কর্মসূচির সমন্বয়কারী গঙ্গেস চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে আয়মারসুলপুর ইউনিয়নের ৬০ জন প্রবীণ অংশগ্রহণ করছেন। প্রবীণরা এ প্রশিক্ষণ গ্রহণের পরে আয়বর্ধনমূলক কাজের জন্য স্বল্প প্রফিটে ঋণ সহায়তা পাবেন বলে জানান উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১৩৫/নূসী