সাতক্ষীরায় গ্রামীণ অবকাঠামো সংস্কারে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ

210

সাতক্ষীরা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় চলতি অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ৯৭টি প্রকল্পে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে জেলার ১৬ লাখ মানুষ উপকৃত হবে ।
জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আপসিয়া সিরাত জানান, জেলার আশাশুনি উপজেলার তিনটি প্রকল্পে ৩৭ লাখ ৩৭ হাজার ১৭৭ টাকা ৩৪ পয়সা, দেবহাটা উপজেলার ৫ টি প্রকল্পে ২৪ লাখ ১২ হাজার ১৫৩ টাকা ৪২ পয়সা, কলারোয়া উপজেলায় ১৩ টি প্রকল্পে ২৯ লাখ ৫২ হাজার ৯৮৮ টাকা ৩৮ পয়সা, কালিগঞ্জ উপজেলার ২২ টি প্রকল্পে ৩৫ লাখ ৫৭ হাজার ২১৭ টাকা ৫ পয়সা, সাতক্ষীরা সদর উপজেলায় ৩৭ লাখ ৫৩ হাজার ১৮১ টাকা ৮১ পয়সা, শ্যামনগর উপজেলার ১২টি প্রকল্পে ৮৫ লাখ ১৩ হাজার ৯৯২ টাকা ২১ পয়সা, তালা উপজেলার ১৫টি প্রকল্পে ২৬ লাখ ৩৮ হাজার ৫৯১ টাকা ৭৬ পয়সা সর্বমোট ২ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার ২৯০ টাকা ৭৭ পয়সা বরাদ্দ দেয়া হয়েছে। এতে জেলার ৭ উপজেলার ৭৮ ইউনিয়নের ১৬ লাখের অধিক মানুষ উপকৃত হচ্ছে।