বাসস দেশ-৪৪ : শিল্পনগরী টঙ্গীর ভাদাম এলাকায় রপ্তানীমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

560

বাসস দেশ-৪৪
অগ্নিকান্ড-টঙ্গী
শিল্পনগরী টঙ্গীর ভাদাম এলাকায় রপ্তানীমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর ভাদাম এলাকায় একটি রপ্তানীমুখি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ রাত পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে টঙ্গীর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী,উত্তরা ও জয়বেদপুর থেকে আসা ৮টি ইউনিটের কর্মীরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, অ্যানন টেক্র নামক একটি রপ্তানীমুখি পোষাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ওই গোডাউনে রাসায়নিক দ্রব্য,তুলা,কাপড় সহ বিপুল পরিমান অন্যান্য মালামাল রয়েছে। আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩৫৪/কেকে